শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

ফিলিস্তিনি বন্দী পালানোর ঘটনায় সেই কারাগারের প্রধান বরখাস্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনি কারাবন্দী পলায়নের ঘটনায় ইসরাইলের গিলবোয়া কারাগার প্রধানকে সাময়িক বরখাস্ত করেছে দেশটির কারা কর্তৃপক্ষ। শুক্রবার মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার গিলবোয়া কারাগার প্রধানকে বরখাস্ত করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

সুরঙ্গ তৈরি করে ছয় ফিলিস্তিনি কারাবন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় গিলবোয়া কারাগারের প্রধান ফ্রেডি বেন-শিট্রিটকে সাময়িক বরখাস্ত করেছে ইসরাইলি কারা কর্তৃপক্ষ। এ মাসের শুরুতে কঠোর নিরাপত্তা বেষ্টিত ইসরাইলের গিলবোয়া কারাগার থেকে ওই ছয় ফিলিস্তিনি কারাবন্দী পালিয়ে যান।

ইসরাইলের হারেটজ পত্রিকা বলেছে, ইসরাইলের গিলবোয়া কারাগার প্রধান ফ্রেডি বেন-শিট্রিটকে চাকরি থেকে পদচ্যুত করার কথা ভাবছেন দেশটির কারা সেবা বিভাগের কমিশনার কেটি পেরি। কিন্তু, কেটি পেরির এ আবেদনকে ইসরাইলের কারা কর্তৃপক্ষ (আইএসপি) প্রত্যাখ্যান করেছে। কারণ, কারাগার থেকে ফিলিস্তিনি কারাবন্দীদের পালিয়ে যাওয়ার ঘটনায় এখনো তদন্ত চলছে।

এদিকে ইসরাইলের গিলবোয়া কারাগার প্রধান ফ্রেডি বেন-শিট্রিট বলেছেন, কারাবন্দীদের পালিয়ে যাওয়ার ঘটনায় যে তদন্ত চলছে তার সাথে সংশ্লিষ্ট পরিদর্শকদের (ইন্সপেক্টরদের) সহযোগিতা করবেন তিনি। অবশ্য ইসরাইলের কারা কর্তৃপক্ষ তাকে ব্যর্থ বলে অভিহিত করছে।

এ বছরে ৬ সেপ্টেম্বর তারিখে কঠোর নিরাপত্তা বেষ্টিত উত্তর ইসরাইলের গিলবোয়া কারাগারে সুরঙ্গ তৈরি করে ছয় ফিলিস্তিনি কারাবন্দী পালিয়ে যান। পরে এক বড় ধরনের গ্রেফতার অভিযান চালিয়ে তাদের পুনরায় আটক করা হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ