আওয়ার ইসলাম ডেস্ক: জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্য। শান্তিরক্ষায় অসামান্য অবদান ও পেশাদারিত্ব বজায় রাখায় এ স্বীকৃতি পেলেন তারা। পুলিশ সদস্যরা আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকোতে ইউনাইটেড নেশনস মাল্টিডাইমেনশনাল ইন্টিগ্রেটেড ্ব্যাবিলাইজেশন মিশনে (এমআইইউএসএমএ) কর্মরত।
[caption id="" align="aligncenter" width="304"] এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বই সম্পর্কে জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]
গতকাল পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত মঙ্গলবার মালির রাজধানী বামাকোতে জাতিসংঘের এ মিশনের সদর দপ্তর বাংলাদেশ ফর্মড পুলিশ ইউনিটের (বিএএনএফপিইউ) ক্যাম্পে এ ইউনিটের ১৪০ সদস্যের হাতে পদক তুলে দেয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব ও নিষ্ঠার ভূয়সী প্রশংসা করেন এমআইইউএসএমএর পুলিশ কমিশনার জেনারেল বেটিনা পেট্রিসিয়া বুগানি। তিনি বলেন, মিশন ম্যান্ডেট বাস্তবায়নে বিএএনএফপিইউ-১-এর সদস্যরা অত্যন্ত সক্রিয় সহযোগিতা করেছেন। তাদের অবদানের স্বীকৃতি হিসেবে এ সম্মাননা দেয়া হলো।
অনুষ্ঠানে পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন ইউনিটের কমান্ডার পুলিশ সুপার বেলাল উদ্দিন। তিনি বলেন, চলমান কভিড-১৯ মহামারীসহ সংঘাতপূর্ণ এলাকায় সব ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা করেছেন বাংলাদেশ পুলিশের সদস্যরা। আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সম্মান অক্ষুণ্ন রাখায় সবাইকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি জাতিসংঘের প্রতিও কৃতজ্ঞতা জানানো হয়।
[caption id="" align="aligncenter" width="323"] এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বই সম্পর্কে জানতে ছবিতে ক্লিক করুন।[/caption]
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অব অপারেশনস শারফাদিন মার্গিস, এমআইইউএসএমএতে নিয়োজিত বিভিন্ন দেশের মিলিটারি, পুলিশ ও সিভিলিয়ান সদস্যরা।
এনটি