আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, বিশ্ব থেকে ইসলামভীতি দূর করতে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
জাতিসংঘের সাধারণ সভায় দেয়া ভাষণে শুক্রবার এ কথা বলেন তিনি। খবর আনাদোলুর।
ইমরান খান তার ভাষণে ইসলামভীতি দূর করার আহ্বান ছাড়াও তালেবান, কাশ্মীর ও করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন।
নিউইয়র্কে জাতিসংঘের ৭৬তম বার্ষিক সাধারণ সভায় শুক্রবার ইমরান খান বিশ্ব থেকে ইসলামভীতি দূর করতে একটি আন্তর্জাতিক আলোচনাসভার আয়োজন করতে বলেন জাতিসংঘের মহাসচিবকে।
তিনি বলেন, দিন দিন পশ্চিমা বিশ্বে ইসলামভীতি বাড়ছে। এ সুযোগে সন্ত্রাসী গোষ্ঠী নাশকতা চালাচ্ছে। এ কারণে মানুষের মন থেকে আগে মিথ্যা ইসলামভীতি দূর করতে হবে।
এনটি