আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের জাতীয় দিবস উপলক্ষে ওমরাযাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) মদিনা বিমানবন্দরে ওমরাযাত্রীদের ফুল ও উপহার সামগ্রি দিয়ে অভ্যর্থনা জানান কর্তৃপক্ষ।
সৌদিতে প্রতি বছর ২৩ সেপ্টেম্বর জাতীয় দিবস হিসেবে উদযাপিত হয়। এ উপলক্ষে রাজধানী রিয়াদসহ দেশটির নানা স্থানে বিভিন্ন আয়োজন অনুষ্ঠিত হয়। ক্রীড়া ও সাংস্কৃতিক নানা কার্যক্রমের মাধ্যমে দিবসটি পালিত হয়।
স্বাস্থ্যবিধি মেনে মসজিদুল হারামের পরিচালনাধীন শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয় পাঠদান কার্যক্রম। এ ছাড়াও নামাজে সামাজিক দূরত্বের পরিমাণ কমিয়ে দেওয়া হয়। ওমরাহযাত্রীর সংখ্যা বাড়িয়ে ৭০ হাজার করা হয়। ১২ বছরের বেশি শিশুদের মসজিদে আসার অনুমোদন দেওয়া হয়।
গত আগস্ট মাস থেকে মসজিদুল হারামে ধীরে ধীরে স্বাভাবিক পরিস্থিতি ফিরতে শুরু করে। স্বাস্থ্যবিধি মেনে সব ধরনের অনুষ্ঠান ও আলোচনা সভাগুলো পুনরায় চালু হয়। মুসল্লিদের পাঠের জন্য মসজিদের তাকে রাখা হয় পবিত্র কোরআনের কপি।
এনটি