আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের সেনাবাহিনী মুসলিমদের জন্য ইব্রাহিমি মসজিদ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতে মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত হেবরনের এ ইব্রাহিমি মসজিদকে (আল-খলিল মসজিদ) মুসলিমদের জন্য বন্ধ করে দেয়া হয়। মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে এমন সংবাদ প্রকাশ করা হয়েছে।
হেবরনের এ ইব্রাহিমি মসজিদের পরিচালক শেখ হাফতি আবু স্নেইনা বলেন, ইসরাইলি সেনাবাহিনী হেবরনের এ ইব্রাহিমি মসজিদের (আল-খলিল মসজিদ) প্রশাসনকে বলে যে মঙ্গলবার রাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত এ মসজিদ বন্ধ। ইসরাইলি সেনারা হেবরনের পুরাতন শহরাঞ্চলে সাধারণ ফিলিস্তিনিদের চলাচলের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছে। যাতে করে এ ফিলিস্তিনিরা হেবরন শহরে প্রবেশ করতে না পারে। ইসরাইলের ইহুদিদের সুকোত উৎসব পালন নির্বিঘ্ন করতে হেবরন শহরে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
মিডল ইস্ট মনিটরের প্রতিবেদন অনুসারে, এ মাসের মধ্যে হেবরনের এ ইব্রাহিমি মসজিদকে তৃতীয়বারের মতো বন্ধ করে দেয়া হয়েছে। যাতে করে ইসরাইলি ইহুদি বসতি স্থাপনকারীরা তাদের ধর্মীয় স্থানগুলোতে নির্বিঘ্নে প্রবেশ করতে পারে এবং তাদের উৎসবগুলো পালন করতে পারে।
সূত্র: ফিলিস্তিন ক্রনিকল
এনটি