আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনে ইসরাইলি সেনাবাহিনীর অভিযানে ভীত-সন্ত্রস্ত হয়ে মানসিক অসুস্থতায় ভুগছে অনেক ফিলিস্তিনি শিশু। ফিলিস্তিনে ইসরাইলি বাহিনীর অভিযানে শিশুদের মানসিক অসুস্থতা নিয়ে উদ্বেগ জানিয়েছে বিভিন্ন শিশু অধিকার সংস্থা।
ফিলিস্তিনের সিলওয়ান এলাকায় দেড় হাজারের বেশি পরিবার ইসরাইলি আগ্রাসনের হুমকিতে রয়েছে। ইসরাইলি বাহিনী যেকোন মুহুর্তে এসব বাড়ি-ঘর গুড়িয়ে দিতে পারে।
ইসরায়েল ইতোমধ্যে সেখানকার বাসিন্দাদের ভবন ভাঙার নোটিস দিয়ে দিয়েছে। ফিলিস্তিনের বাসিন্দারা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে অভিযোগ করেছে যে, ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য ওই এলাকায় বসবাস করা অসম্ভব করে তুলেছে। ইসরায়েলি বাহিনী বুলডোজার নিয়ে তাদের বসতিতে ভাঙচুর চালায়।
বাঁধা দিলেও তাদের মারধার করে। এমনকি অনেককে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো বলছে, ইসরাইলি বাহিনীর অভিযান ফিলিস্তিনি শিশুদের মানসিকভাবে চরম প্রভাব ফেলছে।
সম্প্রতি ইসরায়েলি মানবাধিকার সংস্থা ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল ‘এ লাইফ এক্সপোজড’ নামে এক প্রতিবেদন প্রকাশ করে। তাতে বলা হয়, পশ্চিম তীরে ইসরাইলি আগ্রাসন ফিলিস্তিনি শিশুদের মধ্যে বিরুপ মানসিক প্রভাব ফেলছে। প্রতিবেদনটি গত তিনবছর ধরে ১৫৮ জনের ফিলিস্তিনির সাক্ষাতকার নিয়ে তৈরি করা হয়েছে। যাদের চোখের সামনে তাদের বাড়ি-ঘর গুড়িয়ে দিয়েছে ইসরাইলি সেনাবাহিনী।
একাজে জড়িত ছিল ৪০ জন ইসরায়েলি সেনা। এই অভিযানগুলো রাতে পরিচালনা করা হয়। যেখানে ৩০ জন সেনা ৮০ মিনিট ধরে ভাঙচুর চালায়। ইসরাইলি অধিকার সংস্থাটি জানায়, নিরাপত্তা রক্ষীরা ফিলিস্তিনিদের বাড়িতে টাকা, অস্ত্র এবং অন্য সরঞ্জাম পেলে গ্রেফতার চালানোর জন্য অভিযান চালায়। সেনাবাহিনী যদিও দাবি করে যে তারা নিরাপত্তার জন্য অভিযান চালায়, কিন্তু প্রতিবেদন জানান যে, মূলত নিজেদেরে আধিপত্য জোরদার করার জন্য অভিযানগুলো চালানো হয়।
-এটি