জুলফিকার জাহিদ।।
নিহতের নামে মসজিদ নির্মাণের শর্তে ভিকটিমের পরিবারের পক্ষ থেকে হত্যাকারীকে মাফ করার মত বিরল ঘটনা ঘটেছে সৌদি আরবে।
আল আরাবিয়ার খবরে বলা হয়েছে, সৌদি আরবের তায়েফের ফৌজদারি আদালত একটি হত্যা মামলার ঘটনায় নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে হত্যাকারীকে মাফ করে দিয়েছে।
সৌদি আরবে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো খবরে বলা হয়েছে, হত্যাকারীকে নিহতের পরিবার এই শর্তে মাফ করেছে যে,দেড় বছরের মধ্যে হত্যাকারীকে নিহতের নামে তায়েফে একটি মসজিদ নির্মাণ করতে হবে এবং নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার পর তা ধর্ম মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করতে হবে।
তায়েফের স্থানীয় সংবাদমাধ্যম ওকাজ- এর রিপোর্টে বলা হয়েছে, নিহতের নামে দেড় বছরের মধ্যে একটি মসজিদ নির্মাণের শর্তে তায়েফের ফৌজদারি আদালতের পক্ষ থেকে হত্যাকারীকে কোন ধরনের ক্ষতিপূরণ ও দিয়াত ছাড়াই মুক্তি দেওয়া হয়েছে।
এমন সমঝোতার কারণে হত্যাকারীর পরিবার ভিকটিমের পরিবার ও আদালতকে ধন্যবাদ জানিয়েছে।
হত্যাকারীর দ্রুত মুক্তির জন্য ভিকটিমের বাবা নিজেও আদালতে উপস্থিত হয়েছিলেন।
এ ঘটনায় বিচারপতি উভয় পরিবারকে ধন্যবাদ জানিয়েছেন।
এনটি