আওয়ার ইসলাম ডেস্ক: দক্ষিণ এশিয়ার আট দেশের জোট সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশনের (সার্ক) পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী শনিবার নিউইয়র্কে এ বৈঠক হওয়ার কথা ছিল।
এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করবে কিনা, এই প্রশ্নে মতানৈক্য তৈরি হওয়ায় সার্কভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক বাতিল করা হয়েছে।
পাকিস্তান চেয়েছিল বৈঠকে তালেবান আফগানিস্তানের প্রতিনিধিত্ব করুক। কিন্তু ভারত এবং জোটের আরও কয়েকটি সদস্য দেশ তাতে আপত্তি জানায়। বিষয়টি নিয়ে মতানৈক্য তৈরি হওয়ায় শেষ পর্যন্ত বৈঠক বাতিল করা হয়েছে।
এবারের বৈঠকের আয়োজক ছিল নেপাল। সাধারণত প্রতিবারই জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সাইডলাইনে সার্কের মন্ত্রিপর্যায়ের এ বৈঠক হয়।
তালেবানের সরকার এখনও আন্তর্জাতিক মহলের স্বীকৃতি পায়নি; গত মাসে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়া তালেবানের অন্তর্বর্তী মন্ত্রিসভার অনেক সদস্যই জাতিসংঘের কালো তালিকায় আছেন বলেও জানা যায়।
আমির খান মুত্তাকি তালেবান সরকারের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী। জাতিসংঘ এবং এর আওতাধীন সংস্থার বৈঠকগুলোতে তার উপস্থিত হওয়ার সম্ভাবনাও কম।
গত সপ্তাহে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের এক বৈঠকে বলেন, তালেবান সরকারে তারা ছাড়া আর কেউ নেই, নেই নারী ও সংখ্যালঘুদের কোনো প্রতিনিধিও। এ কারণে কাবুলের এখনকার সরকারকে স্বীকৃতি দেওয়ার আগে সব দেশেরই ভালো করে ভাবা উচিত।
বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নেপাল, আফগানিস্তান, ভুটান, মালদ্বীপ ও শ্রীলঙ্কা সার্কের সদস্য। জোটের বেশিরভাগ দেশই চেয়েছিল, এবারের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে আফগানিস্তানের চেয়ার খালি থাকুক। পাকিস্তান তাতে রাজি না হওয়ায় শেষ পর্যন্ত বৈঠক ভেস্তে যায়।
-এটি