আওয়ার ইসলাম ডেস্ক: মজলিশে ইত্তেহাদুল মুসলীমিন (মিম) প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাসভবনে হামলার ঘটনায় ধর্মীয় উগ্র-চরমপন্থী হিন্দু সেনার ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
ঘটনাস্থল থেকেই তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো।
পুলিশ জানিয়েছে, আসাদউদ্দিন ওয়াইসির অশোক রোডের বাড়ির জানলার কাঁচ এবং প্রবেশদ্বারের একাংশ ভেঙে দেওয়া হয়েছে।
গ্রেফতারকৃতরা দিল্লির মান্ডোলির বাসিন্দা। এই খবর নিশ্চিত করেন দিল্লি পুলিশের ডিসিপি (নিউ দিল্লি) দিলীপ যাদব।
পুলিশি জেরায় অভিযুক্তরা স্বীকার করেছেন, ‘সাংসদের বাংলোর সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছিল। তখনই চলেছে এই ভাঙচুর।‘
ওয়েসির বাড়িতে যখন ভাঙচুর চলে, তখন পিসিআরে অভিযোগ পায় দিল্লি পুলিশ। তারপরেই গুরুত্ব বুঝে ঘটনাস্থলে পৌঁছে তারা। জানা গিয়েছে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থল থেকে ৫ জনকে আটক করা হয়। যদিও ততক্ষণে জানলার কাঁচ ভেঙে প্রবেশদ্বারের একটা অংশ বিকৃত করে দিয়েছেন অভিযুক্তরা।
বিজেপি শাসিত উত্তর প্রদেশের নির্বাচনের প্রাক্কালে ওয়াইসি যখন দলিত, সংখ্যালঘু দলগুলেকে সরকারের বিরুদ্ধে একজোট করছিলেন, তখনই তাঁর বাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে।
এনটি