আওয়ার ইসলাম ডেস্ক: ভ্যাকসিন বিশ্বের সবার জন্য, এক্ষেত্রে ধনী ও গরীর দেশের কোন বৈষম্য হওয়া উচিত নয় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। নিউইয়র্কে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, জাতিসংঘের ৭৬তম অধিবেশনে টিকার সুষম বণ্টন নিয়ে জোরালো বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। প্রথম দিন থেকেই এ বিষয়ে ক্যাম্পেইন করছেন প্রধানমন্ত্রী।
এদিকে, জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে কথা নয়, কাজ করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি। জলবায়ু বিষয়ক সম্মেলন কোপ-২৬ এ এনিয়ে বিষয়ে বলবেন প্রধানমন্ত্রী।
এসময় টেকসই উন্নয়ন গোলের মধ্য থেকে বাংলাদেশ ১১টি লক্ষ্য ছুঁতে পেরেছে বলেও জানান মন্ত্রী।
-এটি