আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়ার একটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এলোপাথারি গুলির ঘটনা ঘটেছে। আজ সোমবার চালানো এই গুলিতে অন্তত ৮ ব্যক্তি নিহত হওয়ার খবর দিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
একই সঙ্গে বেশ কয়েকজন আহত হয়েছেন। রাশিয়ার তদন্ত কর্মকর্তারা ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন।
রাশিয়ার অপরাধের তদন্তকারী সংস্থা ইনভেস্টিগেটিভ কমিটির বরাত দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানায়, সোমবার দেশটির মধ্যাঞ্চলে অবস্থিত পারম স্টেট ইউনিভার্সিটিতে এ গুলির ঘটনা ঘটেছে। এক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ গুলি ছোড়ে। গোয়োন্দারা সন্দেহভাজন ওই শিক্ষার্থীকে আহতাবস্থায় আটক করেছে।
উল্লেখ্য, রাশিয়ায় চলতি বছর এ নিয়ে দ্বিতীয়বারের মতো কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এমন নির্বিচার গুলির ঘটনা ঘটল। দেশটির কঠোর নিরাপত্তা ব্যবস্থার কারণে সাধারণত শিক্ষা প্রতিষ্ঠানে গুলির ঘটনা খুবই কম ঘটে। পাশাপাশি দেশটিতে বৈধভাবে আগ্নেয়াস্ত্র কেনাও অনেক কঠিন।
রাশিয়ার সরকারি সংবাদ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ফুটেজ প্রচার করা হয়েছে। তাতে দেখা যায়, ক্যাম্পাসের মধ্য দিয়ে হাঁটছেন আগ্নেয়াস্ত্রধারী এক ব্যক্তি। তার গায়ে কালো রঙের পোশাক এবং মাথায় হেলমেট। এ সময় শিক্ষার্থীদের ভবনের জানালা দিয়ে বের হয়ে লাফিয়ে পড়তেও দেখা যায়।
-এটি