আন্তর্জাতিক ডেস্ক: ভারতের পাঞ্জাব প্রদেশের নতুন মুখ্যমন্ত্রী হলেন চরণজিৎ সিং চান্নি। শিখ সম্প্রদায়ের একজন প্রতিনিধিকে মুখ্যমন্ত্রী করে বড় চমক দিল কংগ্রেস।
কারণ ক্যাপ্টেন অমরিন্দর সিংয়ের পদত্যাগের পর সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে যারা ফেভারিট ছিলেন, তাদের মধ্যে নাম ছিল না চান্নির। অমরিন্দর সিং সরকারে কারিগরি শিক্ষামন্ত্রীর দায়িত্বে ছিলেন চান্নি। খবর এনডিটিভির।
রোববার দিনভর পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে জল্পনা চলছিল। আলোচনায় বসেন সোনিয়া গান্ধি ও রাহুল গান্ধি।
পরে সন্ধ্যাবেলা পাঞ্জাবের দায়িত্বপ্রাপ্ত কংগ্রেস নেতা হরিশ রাওয়াত টুইট করে চান্নির নাম মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা করেন।
পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দীর্ঘক্ষণ সুখজিন্দর সিং রানধাওয়ার এগিয়ে ছিলেন। কিন্তু আগামী বছর পাঞ্জাবে নির্বাচন। তার আগে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব এমন কাউকে মুখ্যমন্ত্রী করতে চেয়েছিল, দলের ভিতরে যাকে নিয়ে খুব বেশি অসন্তোষ তৈরি হবে না। আর এই অঙ্কেই শেষ মুহূর্তে বাজিমাত করেন চান্নি।
চান্নি মুখ্যমন্ত্রী হওয়ার পর তাকে অভিনন্দন জানিয়েছেন রানধাওয়া। তিনি বলেন, কংগ্রেস হাইকম্যান্ডের নেতৃত্বে আমি খুশি। চান্নি আমার ভাইয়ের মতো।
-এএ