আব্দুল্লাহ আফফান: ভারত অধিকৃত কাশ্মিরের সব মসজিদ খুলে দেয়ার আহ্বান জানিয়েছেন সাবেক মূখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি বলেন, নিরাপত্তা ও করোনার দোহাই দিয়ে বন্ধ রাখা কাশ্মিরের মসজিদগুলো অবিলম্বে খুলে দেয়া উচিত।
গতকাল রোববার পাকিস্তানের জাতীয় একধিক গণমাধ্যম ও টিভি চ্যানেল এ তথ্য জানিয়েছে।
তিনি আরও বলেন, নিরাপত্তা ও করোনা মহামারীর অজুহাতে ধর্মীয় স্বাধীনতার উপর নিষেধাজ্ঞা সহ্য করা যায় না। সরকার দাবী করেছে করোনা পরিস্থিতি স্বাভাবিক এবং নিয়ন্ত্রণে রয়েছে। তাই নিরাপত্তা এবং করোনা ভাইরাসের অজুহাতে উপত্যকার বড় বড় মসজিদ বন্ধ রাখার যুক্তি নেই।
‘অন্যান্য ধর্মীয় উপসনালয় খুলে দেয়া হয়েছে। জনসমাগম হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানও চলছে। তাহলে মসজিদ কেন বন্ধ? তাই পুরো উপত্যকা বিশেষ করে দরগাহ হযরত বিল এবং শ্রীনগর জামে মসজিদ অতিদ্রুত জুমার নামাজের জন্য খুলে দেয়া উচিত।’ সূত্র: ডেইলি পাকিস্তান, ডেইলি জং, জিও নিউজ, জিও টিভি।
-কেএল