জুলফিকার জাহিদ।।
আগামী মাস থেকে মসজিদে জুমার নামাজ আদায়ের অনুমতি পাচ্ছেন জর্ডানের রাজধানী আম্মানের বাসিন্দারা। তবে এ অনুমতি শুধু তারাই পাচ্ছেন যারা করোনা ভ্যাকসিনের ২ ডোজই গ্রহণ করেছেন।
আরব নিউজের খবরে বলা হয়েছে, আম্মানের ধর্ম মন্ত্রণালয়-এর পক্ষ থেকে বলা হয়েছে, ‘করোনা ভ্যাকসিনের ২ ডোজই নিয়েছেন এমন লোকজন মসজিদের জুমার নামাজ আদায় করার জন্য অনলাইনে আবেদন করতে পারবেন’।
আম্মানের ধর্ম-মন্ত্রণালয় আরও জানিয়েছে, ‘মসজিদে প্রবেশ করা ব্যক্তিরা সত্যিই করোনার ভ্যাকসিন নিয়েছেন কিনা তা সত্যায়নের জন্য মসজিদের সামনে একটি করে স্বেচ্ছাসেবী টিম প্রস্তুত করা হবে’।
আরো বলা হয়েছে, ‘মসজিদে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে মসজিদ কর্তৃপক্ষকে পরিপূর্ণ সজাগ থাকতে হবে। এছাড়া নামাজ আদায়কারীদের নিজ নিজ ঘর থেকে জায়নামাজ নিয়ে আসা আবশ্যক’।
এনটি