শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু

আইন লঙ্ঘন ও অবৈধ অবস্থানের দায়ে সৌদিতে এক সপ্তাহে গ্রেপ্তার সাড়ে ১৬ হাজার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবে এক সপ্তাহের মধ্যে আইন লঙ্ঘন ও অবৈধ অবস্থানের দায়ে সাড়ে ১৬ হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৯-১৫ সেপ্টেম্বরের মধ্যে সৌদি জুড়ে অভিযান চালানো হয়। এ সময়ে আবাসিক, শ্রম এবং সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনকারী ১৬ হাজার ৪৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে আবাসিক আইন লঙ্ঘনকারী ৬ হাজার ৪৭০ জন, সীমান্ত নিরাপত্তা বিধি লঙ্ঘনকারী ৮ হাজার ১৮২ জন এবং শ্রম আইন আমান্যকারী ১ হাজার ৮১৪ জন। এছাড়া সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশের চেষ্টা করার সময় আরও ৩০৪ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ৩২ শতাংশ ইয়েমেনি, ৬৪ শতাংশ ইথিওপিয়ান এবং ৪ শতাংশ অন্যান্য দেশের নাগরিক রয়েছে।

আটকদের মধ্যে ২১ জন সৌদি সীমান্ত অতিক্রম করতে গিয়ে ধরা পড়ে। আবাসন এবং কাজের নিয়ম লঙ্ঘনকারীদের নিরাপদ আস্তানা ও পরিবহন সরবরাহের জন্য ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। খবরে বলা হচ্ছে, আরও ৮৪ হাজার ৩৩৮ জনের বিরুদ্ধে বিভিন্ন আইন লঙ্ঘনে ব্যবস্থা নেওয়ার কার্যক্রম চলমান রয়েছে। এদের মধ্যে ৭৩ হাজার ২৯১ জন পুরুষ ও নারী রয়েছে ১০ হাজার ৭৪৭ জন।

প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারদের মধ্যে ৬৬ হাজার ৯৫৬ জনের কাগজপত্র পরীক্ষা করতে সংশ্লিষ্ট দেশের কূটনৈতিক মিশনগুলোতে পাঠানো হয়েছে। আর ৯ হাজার ১৪৪ জনকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, যারা আইন লঙ্ঘনকারীদের সহায়তা করবে তাদের ১৫ বছরের কারাদণ্ড হবে। অনুপ্রবেশকারীদের কেউ যোকোনো ধরনের সুবিধা যেমন- পরিবহন সরবরাহসহ অন্যান্য সুবিধা ইত্যাদি দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া তাদের ১০ লাখ সৌদি রিয়াল জরিমানা করা হবে। একই সঙ্গে সহায়তাকারীর মালামাল ও পরিবহন বাজেয়াপ্ত করা হবে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ