আওয়ার ইসলাম ডেস্ক: করোনার কারণে দেড় বছর বন্ধ থাকার পর বিদেশি পর্যটকদের জন্য সীমানা খুলে দেয়ার সিদ্ধান্ত নিচ্ছে ভারত।
আগামী ১০ দিনের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এনডিটিভি। মহামারিতে বিপর্যস্ত পর্যটন খাতকে গতিশীল করতে বিনামূল্যে পাঁচ লাখ ভিসা দেয়া হবে।
এই সুবিধার কারণে দেশটিতে ভ্রমণের ব্যাপারে স্বল্প সময়ের মধ্যেই পর্যটকরা আগ্রহী হয়ে উঠবে বলে মনে করছে কর্তৃপক্ষ। ৩১ মার্চ পর্যন্ত এই ভিসা সুবিধা দেয়া হবে। শুধু প্রথম ৫ লাখ আবেদনকারীই পাবেন এই সুবিধা। এজন্য ১শ কোটি রুপি খরচ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, পর্যটকদের প্রবেশের ক্ষেত্রে টিকা সনদের মতো শর্ত প্রযোজ্য হবে কি-না, তা নিয়ে কাজ করছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বছর মার্চে লকডাউন জারির পর দেশটির পর্যটন ও বিমান চলাচল খাতে ব্যাপক প্রভাব পড়ে।
-এটি