আব্দুল্লাহ আফফান: ‘নিরাপদ ওমরা মডেল’ বাস্তবায়নের পর ১ কোটি মানুষ ওমরা সম্পন্ন করেছে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৪৪৩ হিজরী বছরে ওমরাহ পালন করতে ইচ্ছুকদের ভিসা দেয়া শুরু করেছে দেশটি। এরপর বিভিন্ন দেশ থেকে ১২ হাজারের অধিক মানুষ ওমরার জন্য আবেদন করেছে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রশাসন সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সরাসরি সমন্বয় করে কাজ করা হচ্ছে। আল্লাহর মেহমানদের সেবার জন্য ওমরাকারী ও এবাদতকারীর সংখ্যা ৩৫ লাখ করার চেষ্টা করা হচ্ছে।
হজ ও ওমরা প্রতিমন্ত্রী ড. আব্দুল ফাতাহ মুশাত বলেন, বর্তমানে দৈনিক ওমরা আদায়কারীর সংখ্যা ৭০ হাজার। যা আট ভাগে বিভক্ত। ‘তাওয়াক্কালনা’ ওয়েবসাইটের মাধ্যমে নামাজ ও হজের অনুমতি দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিন নেয়া ওমরা ও নামাজ আদায়ের জন্য অন্যতম শর্ত। বিদেশ থেকে আগত ওমরাকারীদের অবশ্যই নিজ দেশের অনুমোদিত টিকা সনদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
উল্লেখ্য, করোনা মহামারির প্রথম ঢেউয়ের পর গত বছরের ৪ অক্টোবর ওমরাহ পালনের জন্য খুলে দেয়া হয়েছিল হারামাইনের দুয়ার। চালু করা হয়েছিল ‘নিরাপদ ওমরাহ’ পদ্ধতি। করোনার শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে হজ ও নামাজে গুরুত্ব দিয়েছেন হারামাইন কর্তৃপক্ষ।
সূত্র: আল আরাবিয়া।
এনটি