শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল দুর্গাপুরে আগুনে পুড়ল কৃষকের গরু-ছাগল-গোয়ালঘর অন্যায় ভাংচুর যেভাবে অপরাধ, তথ্যসন্ত্রাসও তেমন অপরাধ: বায়তুল মোকাররমের খতিব বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রস্তুতিতে পাঁচ দিনব্যাপী জোড় শুরু ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্য গড়ে তোলার আহ্বান চরমোনাই পীরের

‘নিরাপদ ওমরাহ’ বাস্তবায়নের পর ওমরাহ পালন করেছেন ১ কোটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুল্লাহ আফফান: ‘নিরাপদ ওমরা মডেল’ বাস্তবায়নের পর ১ কোটি মানুষ ওমরা সম্পন্ন করেছে বলে জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, ১৪৪৩ হিজরী বছরে ওমরাহ পালন করতে ইচ্ছুকদের ভিসা দেয়া শুরু করেছে দেশটি। এরপর বিভিন্ন দেশ থেকে ১২ হাজারের অধিক মানুষ ওমরার জন্য আবেদন করেছে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রশাসন সংক্রান্ত প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে সরাসরি সমন্বয় করে কাজ করা হচ্ছে। আল্লাহর মেহমানদের সেবার জন্য  ওমরাকারী ও এবাদতকারীর সংখ্যা ৩৫ লাখ করার চেষ্টা করা হচ্ছে।

হজ ও ওমরা প্রতিমন্ত্রী ড. আব্দুল ফাতাহ মুশাত বলেন, বর্তমানে দৈনিক ওমরা আদায়কারীর সংখ্যা ৭০ হাজার। যা আট ভাগে বিভক্ত। ‘তাওয়াক্কালনা’ ওয়েবসাইটের মাধ্যমে নামাজ ও হজের অনুমতি দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, করোনার ভ্যাকসিন নেয়া ওমরা ও নামাজ আদায়ের জন্য অন্যতম শর্ত। বিদেশ থেকে আগত ওমরাকারীদের অবশ্যই নিজ দেশের অনুমোদিত টিকা সনদ আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

উল্লেখ্য, করোনা মহামারির প্রথম ঢেউয়ের পর গত বছরের ৪ অক্টোবর ওমরাহ পালনের জন্য খুলে দেয়া হয়েছিল হারামাইনের দুয়ার। চালু করা হয়েছিল ‘নিরাপদ ওমরাহ’ পদ্ধতি। করোনার শুরু থেকেই স্বাস্থ্যবিধি মেনে হজ ও নামাজে গুরুত্ব দিয়েছেন হারামাইন কর্তৃপক্ষ।

সূত্র: আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ