আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের হাই সিকিউরিটি কারাগার থেকে পালানো শেষ দুই ফিলিস্তিনিকে আটক করেছে দখলদার দেশটি।
রোববার স্থানীয় সময় ভোরের আগে পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালিয়ে দুই ফিলিস্তিনিকে আটক করা হয় বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। খবর আল জাজিরার।
ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আভিচয় আদ্রাই জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক আসামিদের ঘিরে ফেলা হয়। পরে বাধ্য হয়ে দুইজন আত্মসমর্পণ করেন। এদের মধ্যে একজন নায়েফ কামামজি অন্যজন মুনাদেল ইয়াকুব ইনফিয়াত।
দুই সপ্তাহ আগে জেল থেকে ছয় ফিলিস্তিনি পালানোর পর তাদের ধরতে ইসরায়েল ব্যাপক অভিযান শুরু করে। এসময় তাদের খুঁজে না পেয়ে বন্দিদের আত্মীয়দের তুলে নিয়ে যায় বর্বর ইসরায়েলের সেনারা।
এর আগে পলাতক বাকি ৪ জনকে উত্তর ইসরায়েলের আরব শহর নাজারেথের কাছ থেকে ধরা হয়েছিল।
এনটি