আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের প্রাথমিক স্কুলগুলোতে ফিরেছে কিছু মেয়ে শিক্ষার্থী। তবে মাধ্যমিক স্কুলে মেয়ে শিক্ষার্থীরা স্কুলে ফিরতে পারবে কি-না, তা এখনও অনিশ্চিত।
গতকাল শনিবার তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ স্থানীয় গণমাধ্যমে জানিয়েছেন, মেয়েদের মাধ্যমিক স্কুল খোলার ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে কবে নাগাদ স্কুল খোলা হবে, তা জানাননি তিনি। আফগানিস্তানের ক্ষমতা তালেবানের হাতে যাবার পর সব বন্ধ ছিল। তালেবার আবার ক্ষমতা নেয়ায় নারী শিক্ষার্থীদের পড়াশুনা নিয়ে ভিন্নভাবে ভাবছেন তারা। সহশিক্ষাকে ইসলাম নিষিদ্ধ করায় তারাও সেটাকে আলাদা করার চেষ্টা করছেন।
যদিও তালেবান বলেছে, ১৯৯৬ থেকে ২০২১ সাল পর্যন্ত তাদের যে নীতি ছিল, তাতে ফিরবে না। মেয়েরা লেখাপড়া চালিয়ে যেতে পারলেও ছেলে এবং মেয়েদের একসাথে পড়তে দেয়া হবে না। নারী শিক্ষকরা মেয়ে শিক্ষার্থীদের পড়াবেন।
-এটি