আওয়ার ইসলাম ডেস্ক: লেখক, গবেষক ও দাঈ মুফতি যুবায়ের আহমাদের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে তার পরিবার। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার পর থেকে তার সঙ্গে যোগাযোগ করেও তার সন্ধান পায়নি পরিবার।
তার ছোট ভাই মাওলানা মুহাম্মদ হিজবুল্লাহ জানায়, রংপুরে তার পরিচালিত মাআ’হাদুদ দাওয়া ইসলামিয়া মাদ্রাসা পরিদর্শন করে সৈয়দপুর থেকে বিমানে ঢাকায় ফেরেন মুফতি যুবায়ের আহমাদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সর্বশেষ তার স্ত্রীর সঙ্গে মোবাইলে কথা হয়। এরপর থেকে তার আর কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।
তার ব্যবহৃত মোবাইল নাম্বারগুলো বন্ধ পাওয়া যাচ্ছে। নিখোঁজের ব্যাপারে থানায় জিডি করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে তার পরিবার।
মুফতি জুবায়ের আহমেদ ছাত্রজীবনে ভারতের দেওবন্দ থেকে হাদিস নিয়ে এবং নদওয়া থেকে আরবি ভাষা নিয়ে পড়াশোনা করেছেন। তিনি ইসলামী দাওয়া ইন্সটিটিউট-মান্ডা, ঢাকার প্রিন্সিপালের দায়িত্বে রয়েছেন বলে জানায় তার পরিবার।
এ ছাড়া তিনি দেশের উত্তরাঞ্চলে কয়েকটি মাদ্রাসা প্রতিষ্ঠা করেন।
-এএ