আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্ক মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সমস্যাগুলো ভালোভাবে সামলাচ্ছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।
তিনি বলেন, আপনি সাম্প্রতিক অর্থনৈতিক উন্নয়নের দিকে তাকান। আমরা বিশ্বের সর্বোচ্চ প্রবৃদ্ধির পরিসংখ্যানে পৌঁছেছি। রফতানি বাড়ছে রেকর্ড পরিমাণে। মহামারিকালের আগের চেয়ে কর্মসংস্থান বাড়ছে।
বৃহস্পতিবার একটি অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন। খবর হুররিয়াত ডেইলি নিউজের।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান বলেন, করোনাভাইরাসের কারণে তুরস্ক বহুবিধ সমস্যায় পড়েছে। এ মহামারিতে আক্রান্ত রোগী শনাক্ত হওয়ার পর থেকেই সরকার ব্যবসায়ীদের সমর্থনে নানা পদক্ষেপ নেয়। সরকার ব্যবসায়ীদের সুবিধার্থে সহজ শর্তে ঋণ দিয়েছে।
এসময় এরদোগান তার বক্তব্যে ব্যবসায়ীদের সুবিধার জন্য নেওয়া নানা পদক্ষেপের বিষয় তুলে ধরেন।
করোনাভাইরাসে অত্যধিক মাত্রায় বিপর্যস্ত দেশগুলোর মধ্যে একটি তুরস্ক। দেশটিতে ৬৭ লাখ ৬৭ হাজার মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটিতে মৃত্যু হয়েছে ৬০ হাজারের বেশি মানুষের।
এনটি