আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র লক্ষ্য করে বেশ কয়েকটি রকেট ছোড়া হয়েছে। কাবুলের খাইর খানা এলাকার শামতালায় অবস্থিত ওই কেন্দ্রটি।
বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সন্ধ্যার পর এই হামলা হয়েছে জানিয়েছে আফগানিস্তানভিত্তিক বার্তাসংস্থা আমাজ নিউজ এজেন্সি।
হামলায় এখন পর্যন্ত নিহত বা আহতের কোনো খবর পাওয়া যায়নি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তাও জানা যায়নি।
এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করে কোনো বিবৃতি দেয়নি।
চলতি মাসের শুরু দিকে নতুন সরকার গঠন করেছে তালেবান। দেশটিতে তালেবানবিরোধী রাজনৈতিক জোট ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্ট সক্রিয় আছে।
-এএ