জুলফিকার জাহিদ।।
এখন থেকে মসজিদে নববীতে ফরজ নামাজ আদায়ের জন্য অনুমতি পত্রের প্রয়োজন নেই , তবে ভ্যাকসিনের উভয় ডোজ নেওয়া আবশ্যক বলে জানিয়েছে সৌদি আরবের হজ ও ওমরা মন্ত্রণালয়।
সৌদি হজ ও ওমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, মসজিদে নববীতে নামাজ পড়তে আসা লোকদের বিস্তারিত বিবরণ তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে জানাতে হবে।
মন্ত্রণালয়ের পক্ষ থেকে আরো বলা হয়েছে, যারা ভ্যাকসিনের উভয় ডোজ নিয়েছেন, অথবা করোনা ভাইরাস থেকে সুস্থ হয়েছেন বা করোনাভাইরাসে প্রথম রোজ নিয়ে ১৪ দিন অতিবাহিত করেছেন এমন লোকজন মসজিদে নববীতে নামাজ আদায় করার অনুমতি পাবেন। তাদের জন্য আলাদাভাবে অনুমতি পত্র নেওয়ার প্রয়োজন নেই।
এনটি