আন্তর্জাতিক ডেস্ক: ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ‘আফগান তালেবানের সঙ্গে যোগাযোগ রক্ষা করা ছাড়া ২৭ জাতির এ জোটের (ইউরোপীয় ইউনিয়ন) সামনে বিকল্প কোনো পথ নেই।’
তিনি বলেন, ‘কাবুলে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক উপস্থিতির জন্য ব্রাসেলস সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করবে। যদি নিরাপত্তা ব্যবস্থা ভালো হয়, তাহলে তালেবানের সঙ্গে আলোচনা করার জন্য কাবুলে ইউরোপীয় ইউনিয়নের একটি কার্যালয় প্রতিষ্ঠা করা হয় ‘
স্থানীয় সময় মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) স্ট্রসবার্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
জোসেপ বোরেল বলেন, ‘তালেবানের সঙ্গে যোগাযোগের মানে তাদেরকে স্বীকৃতি দেওয়া নয়। বরং এর অর্থ হলো কথা বলা, আলোচনা করা এবং সম্ভব হলে সমঝোতায় পৌঁছানো।’
তিনি বলেন, ‘কাবুলে ইউরোপীয় ইউনিয়নের কূটনৈতিক উপস্থিতির জন্য ব্রাসেলস সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে সমন্বয় করবে। যদি নিরাপত্তা ব্যবস্থা ভালো হয়, তাহলে তালেবানের সঙ্গে আলোচনা করার জন্য কাবুলে ইউরোপীয় ইউনিয়নের একটি কার্যালয় প্রতিষ্ঠা করা হবে।’
-এটি