আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের চলমান পরিস্থিতি নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের মধ্যে আলোচনা হয়েছে। তালেবান আফগানিস্তানের কাবুল নিয়ন্ত্রণে নেওয়ার পর দ্বিতীয় বারের মতো মঙ্গলবার এই দুই নেতার মধ্যে ফোনালাপ হয়।
এর আগে গত সপ্তাহে আট দেশে গোয়েন্দা প্রধানরা ইসলামাবাদে মিলিত হয়ে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
পাক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ২৫ আগস্ট তাদের ফোনালাপের বিষয়টি স্মরণ করে, দুই নেতা আফগানিস্তানের সর্বশেষ উন্নয়ন, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সহযোগিতার বিষয়ে মতবিনিময় করেন।
এ সময় ইমরান খান আফগানিস্তানের আঞ্চলিক নিরাপত্তা ও সমৃদ্ধির বিষয়টি গুরুত্বসহকারে তুলে ধরেন। পাশাপাশি আফগানিস্তানে মানবিক সহায়তা ও অর্থনৈতিক সংকটের বিষয়টির ওপর গুরুত্ব দেন।
-এটি