আওয়ার ইসলাম ডেস্ক: নতুন প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ আফগানিস্তানের প্রেসিডেন্ট ভবনে তালেবানের পতাকা উত্তোলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে নতুন সরকারের কার্যক্রম শুরু করেছেন।
গতকাল শনিবার ছোট এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন মন্ত্রিসভার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা এপি। এদিকে, আফগানিস্তানে নারী শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন, শিক্ষামন্ত্রী আব্দুল বাকি হাক্কানি। তবে পোশাক পরার ব্যাপারে ইসলামি আইন কঠোরভাবে মানতে হবে।
আজ রোববার কাবুলে সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। শরীয়া আইন অনুযায়ী নারী শিক্ষার্থীদের জন্য নারী শিক্ষক নিয়োগের চেষ্টা করা হবে। পাশাপাশি নারী ও পুরুষ শিক্ষার্থীদের জন্য ব্যবস্থা করা হবে আলাদা ক্লাসরুমের। পর্যাপ্ত নারী শিক্ষক থাকায় এক্ষেত্রে কোন সমস্যা তৈরী হবে না বলেও মনে করেন তিনি। কলেজে যেসব সাবজেক্ট পড়ানো হয় সেগুলোও বিবেচনা করার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে কাবুল বিমানবন্দরে কাজ করা ১২ জন নারী কর্মী তাদের দায়িত্বে ফিরেছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তবে পুরুষ শিক্ষক থাকলেও পর্দার মাধ্যমে তাদের আলাদা রাখা হবে। অনলাইন বা সিসি ক্যামেরার মাধ্যমেও শিক্ষাদান করা হতে পারে। এসময় তিনি জানান, নতুন তালেবান সরকার দেশ গঠনে কাজ শুরু করেছে।
-এটি