আওয়ার ইসলাম ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান বলেছেন, বিভিন্ন বাধা-বিপত্তি সত্ত্বেও তুরস্ক ২০২৩ সালের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। এই বার আর আমরা ট্রেন মিস করব না, সামনের সারিতে তুরস্ক প্রাপ্য জায়গা দখল করে নিবে।
শনিবার তুরস্কের স্বাধীন শিল্পপতি ও ব্যবসায়ীদর সংগঠন এমইউএসআইএডি'র সাধারণ সভায় উপস্থিত হয়ে তুর্কি প্রেসিডেন্ট এই মন্তব্য করেন।
তুর্কি প্রেসিডেন্ট এরদোগান তার বক্তব্যে প্রায়ই ‘২০২৩ সালে লক্ষ্য অর্জন’ এর কথা বলেন। বিশ্লেষকদের ধারণা, এই লক্ষ্য বলতে তিনি হয়তো ‘লুজান চুক্তি’র সমাপ্তির বছরকে তুলে ধরার চেষ্টা করেন এবং এ চুক্তির সময়সীমা শেষ হওয়ার পর তিনি যে বৈপ্লবিক পদক্ষেপ নেবেন, সেদিকে দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন।
শনিবার এরদোগান বলেন, বিভিন্ন সমস্যা থাকা সত্ত্বেও অর্থনীতিতে আমরা অভিজ্ঞতা অর্জন করেছি, দ্রুত পূর্বের অবস্থানে ফিরছি। বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতার ভারসাম্য ধসে পড়ছে উল্লেখ করে এরদোগান বলেন, অবস্থা দেখে মনে হচ্ছে নতুন বৈশ্বিক রাজনৈতিক ও অর্থনৈতিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রতিষ্ঠিত হবে।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, পরিবহণ থেকে খনিজ সম্পদ, শিক্ষা, স্বাস্থ্য নিরাপত্তা থেকে বিচার ব্যবস্থাসহ; লক্ষ্যে পৌঁছাতে তুরস্কের প্রয়োজনীয় সকল কিছু রয়েছে। যে অবকাঠামো আমাদের প্রয়োজন ছিল তা আমরা গড়তে সমর্থ হয়েছি। এ সময় তিনি বলেন, এই বার আর তুরস্ক ট্রেন মিস করবে না, তুরস্ক সামনের সারিতে প্রাপ্য জায়গা দখল করে নিবে।
সূত্র: আনাদোলু এজেন্সি।
এনটি