আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালু করতে যাচ্ছে পাকিস্তান। সিদ্ধান্ত অনুযায়ী আগামী সোমবার (১৩ সেপ্টেম্বর) থেকে ইসলামাবাদ-কাবুল রুটে ফ্লাইট পরিচালনা করবে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ)। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা এএফপি।
তথ্যটি নিশ্চিত করে পিআইএর মুখপাত্র আবদুল্লাহ হাফিজ খান বলেন, ‘ফ্লাইট চালুর বিষয়ে সব পক্ষ থেকে ছাড়পত্র পেয়েছি। আগামী ১৩ সেপ্টেম্বর প্রথম ফ্লাইট কাবুলের উদ্দেশে ছেড়ে যাবে।’
যাত্রীদের চাহিদার ওপর ভিত্তি করে ফ্লাইট পরিচালনা করা হবে জানিয়ে তিনি বলেন, ফ্লাইট চালু করতে মানবিক সহায়তা সংস্থা ও সাংবাদিকদের কাছ থেকে কমপক্ষে ৭৩টি অনুরোধ পেয়েছি।
এর আগে গত ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল পর দেশটির সঙ্গে সব ধরনের ফ্লাইট চলাচল বন্ধ করে দেয় আন্তর্জাতিক বিশ্ব। তবে বিদেশি নাগরিক ও হুমকিতে থাকা আফগানদের সরাতে ৩১ আগস্ট পর্যন্ত কাবুল বিমানবন্দর থেকে বিশেষ সামরিক ফ্লাইট পরিচালিত হয়। বর্তমানে বিমানবন্দর সচল করার সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে তালেবান। এ কাজে কারিগরিভাবে সহায়তা করছে কাতার।
এমডব্লিউ/