আওয়ার ইসলাম ডেস্ক: ভিয়েতনামে করোনার কঠোর বিধিনিষেধ ভাঙা ও ভাইরাসটির সংক্রমণ ছড়ানোর অপরাধে এক ব্যক্তিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। স্থানীয় সময় গতকাল সোমবার (৬ সেপ্টেম্বর) এ সাজা দেওয়া হয়। খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স, দ্য গার্ডিয়ান ও ভয়েস অব আমেরিকা।
ভিয়েতনামের রাষ্ট্র পরিচালিত বার্তা সংস্থা ভিএনএ'র প্রতিবেদনের বরাত দিয়ে সেখানে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলীয় প্রদেশ সিএ মাউ-এর পিপলস কোর্টে একদিনের বিচারে ২৮ বছর বয়সী লে ভ্যান ট্রি'কে এ দণ্ড দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে বিপজ্জনক সংক্রামক রোগ ছড়ানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় এ সাজা দিয়েছেন আদালত।
করোনা মহামারি মোকাবিলায় বিশ্বের মধ্যে অন্যতম সফল দেশ ভিয়েতনাম। শুরু থেকেই তারা গণ পরীক্ষা, আক্রান্তদের দ্রুত সময়ের মধ্যে শনাক্তকরণ এবং সীমান্তে কঠোর বিধিনিষেধ ও কোয়ারেন্টিন বাধ্যবাধকতা মেনে আসছে। কিন্তু গত এপ্রিল থেকে ভাইরাসটির নতুন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় সংক্রমণ কিছুটা বাড়ে।
ভিএনএ জানিয়েছে, হো চি মিন শহর থেকে চা মাও'তে ফিরে যান লে ভ্যান ট্রি। কিন্তু এই সময় তিনি ২১ দিনের কোয়ারেন্টিন বিধি লঙ্ঘন করেন। একই সঙ্গে তার কাছ থেকে সংক্রমিত হয়েছেন আটজন মানুষ। যাদের মধ্যে এক ব্যক্তি দীর্ঘ এক মাস চিকিৎসা শেষে মৃত্যুবরণ করেন।
এনটি