শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

বাংলাদেশি গৃহকর্মীর মৃত্যুর পর তার সন্তানের দেখাশোনার দায়িত্ব নিলেন সৌদি নাগরিক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি আরবের আল জাওফ অঞ্চলের এক নাগরিক তার গৃহকর্মীর সন্তানের দেখাশোনার দায়িত্ব নিয়েছেন। এই গৃহকর্মী বাংলাদেশি, যিনি সন্তান প্রসবের পরে মারা গিয়েছেন।

সবক ওয়েবসাইটের টিভি চ্যানেল এমবিসি এই সন্তানটির বাংলাদেশি বাবা হাসান আবেদীন এর একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার নিয়েছে। যেখানে তিনি জানিয়েছেন, তিনি সৌদি আরবের আল জাওফ অঞ্চলে একজন সৌদি নাগরিকের বাড়িতে ড্রাইভার হিসেবে কাজ কররেন। তার স্ত্রীও সেই সৌদি নাগরিকের বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন।

ড্রাইভার হাসান আবেদীন-এর গর্ভবতী স্ত্রীর প্রসবের সময় ঘনিয়ে এলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অপারেশনের পরে সেই বাংলাদেশি গৃহকর্মী ফুটফুটে একটি কন্যা সন্তান জন্ম দেন। কিন্তু এর পরেই তার শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে এবং তিনি ইন্তেকাল করেন।

মা হারানো সদ্য নবজাতক কন্যা শিশুটির বাবা হাসান আবেদীন জানান, একদিকে স্ত্রীকে হারানোর বেদনা, অন্যদিকে নবজাতক কন্যা শিশুকে লালন-পালনের দায়িত্ব, সবকিছু ভেবে তিনি একেবারে ভেঙ্গে পড়েন।

হাসান আবেদীন জানান, যখন এই সঙ্কটের কথা তিনি তার মালিকের কাছে জানান, তখন তিনি কোন ধরনের দ্বিধা-দ্বন্দ্ব ছাড়াই আমাকে বলেন, নবজাতক কন্যা সন্তানকে নিয়ে তোমার চিন্তা করার কোন দরকার নেই, এখন থেকে তোমার এই মেয়ের দায়িত্ব আমরা গ্রহণ করলাম, এই নবজাতক কন্যা শিশু আমাদের সন্তানদের সাথে বেড়ে উঠবে।

স্ত্রী ছাড়া কন্যা সন্তানকে লালন-পালন করা অনেক বড় দায়িত্বের ব্যাপার ছিল; কিন্তু আমার মালিক এই বড় দায়িত্ব থেকে আমাকে মুক্তি দিয়েছেন, অন্যথায় একাই আমি আমার ছোট্ট শিশুকে লালন পালন করতে গিয়ে অনেক সমস্যার সম্মুক্ষিন হতাম বলছিলেন-বাংলাদেশি ড্রাইভার হাসান আবেদিন।

সৌদি নাগরিক আয়েদ আল শাম্মারী জানান, রাতে হাসান-এর ফোন আসে, সে কান্নাজড়িত কণ্ঠে আমাকে জানিয়েছিল তার স্ত্রীর ইন্তিকালের কথা এবং বলছিল এখন সে তার মেয়েকে নিয়ে কি করবে? আমি নিজের ড্রাইভার-এর এই অবস্থা দেখে তাকে সান্ত্বনা দিলাম এবং বললাম তোমার মেয়ের বিষয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই, তাকে আমি নিজের সন্তানদের মতই লালন পালন করব।

সৌদি আরবের এই নাগরিক বাংলাদেশি গৃহকর্মী ও তার ড্রাইভারের নবজাতক মেয়েকে লালন-পালনের দায়িত্ব নিয়ে মানবতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে উল্লেখ করা হয়েছে এমবিসি টিভির খবরে। সৌদি নাগরিক আয়েদ আল শাম্মারী বাংলাদেশি গৃহকর্মীর নবজাতক এই শিশুর নাম রেখেছেন ‘রহমা’ যে এখন  েথকে তার বাচ্চাদের সাথেই বেড়ে উঠবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ