রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

কিশোরগঞ্জ জামিয়া ইমদাদিয়ার শুরা সদস্য হলেন ড. আ ফ ম খালিদ হোসেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ দীনি মাদরাসা কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল জামিয়াতুল ইমদাদিয়ার মজলিশে শুরার সদস্য হিসেবে মনোনীত হয়েছেন আল জামিয়া আল আরাবিয়া আল ইসলামিয়ার মুহাদ্দিস ড. আ ফ ম খালিদ হোসেন।

গত ৩১ আগস্ট (মঙ্গলবার) মাদরাসার নিজস্ব প্যাডে প্রতিষ্ঠানটির মহাপরিচালক আল্লামা শিব্বির আহমদ রশিদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানা গেছে।

এদিকে কিশোরগঞ্জের আল জামিয়াতুল ইমদাদিয়ার সদস্য মনোনীত হওয়ায় মাদরাসার মুহতামিম মাওলানা শাব্বির আহমদ রশিদ, শায়খুল হাদীস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী ও শুরা সদস্যদের প্রতি শুকরিয়া ও কৃতজ্ঞতা জানিয়েছেন ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন, এটা আমার প্রতি তাদের স্নেহ ও মুহাব্বতের বহিঃপ্রকাশ।

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, ‘জামিয়া ইমদাদিয়ার সাথে আমাদের হৃদয়ের সম্পর্ক বহুদিনের। আমার দু’জন মুরব্বি, শায়খ ও উস্তাদ হজরত মাওলানা আশরাফ আলী কুমিল্লায়ী রহ. ও চট্টগ্রামের হজরত মাওলানা সুলতান যওক নদভী হাফি. জামিয়া ইমদাদিয়ায় এককালে শিক্ষকতা করেন। তাদের মুখে জামিয়ার অনেক সুনাম শুনেছি।’

No photo description available.

তিনি আরও বলেন, ‘এই প্রতিষ্ঠানে আমারও যাওয়ার সুযোগ হয়েছে দু’বার। আজ থেকে ২৬/২৭ বছর আগে সাবেক এমপি হযরত মাওলানা আতাউর রহমান খান রহ. এর দাওয়াতে ছাত্রদের উদ্দেশ্যে বক্তব্য রাখি। সবেমাত্র আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এমএ পাশ করে বেরিয়েছি। তখন তিনি সম্ভবত জামিয়ার ভাইস প্রিন্সিপাল ছিলেন। আরেকবার ৪/৫ বছর আগে হযরত মাওলানা আযহার আলী আনোয়ার শাহ রহ. এর দাওয়াতে জামিয়ার বার্ষিক মাহফিলে বক্তব্য রাখি। তখন তিনি ও হজরত শায়খুল হাদীস জালালাবাদী হাফি. আমার প্রতি যে আন্তরিকতা, মুহাব্বত ও আতিথ্য প্রদর্শন করেন এখনো আমি ভুলিনি।’

এমডব্লিউ/


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ