শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

যুক্তরাষ্ট্রে বন্যায় বাড়ছে মৃতের সংখ্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও নিউজার্সিতে আকস্মিক বন্যায় অন্তত ৪৫ জন মারা গেছে। স্থানীয় সময় বুধবার রাতে প্রচণ্ড বৃষ্টির কারণে দেশটির পূর্ব উপকূলে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বন্যা দেখা দেয়।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে নিউইয়র্ক ও নিউজার্সি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়। বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো বাংলাদেশি।

মাত্র ছয় ঘণ্টার বৃষ্টির কারণে পানিতে তলিয়ে যায় নিউইয়র্কের সাবওয়ে, বিমানবন্দর, রাস্তাঘাট, বাড়িঘর, সবকিছু। একই পরিস্থিতি পার্শ্ববর্তী অঙ্গরাজ্য নিউজার্সিতেও। আকস্মিক বন্যায় নিউইয়র্ক, নিউজার্সি, কানেকটিকাট, পেনসিলভেনিয়া, মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় প্রাণ হারিয়েছেন অনেকে। দু’টি অঙ্গরাজ্যে জারি করা হয়েছে জরুরি অবস্থা। দেশটির ইতিহাসে অন্তত আড়াইশ’ বছরে এমন বন্যা পরিস্থিতি দেখেনি কেউ।

হারিকেন আইডার প্রভাবে সৃষ্ট বন্যায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। গত রোববার লুইজিয়ানায় আঘাত হানা শক্তিশালী চার মাত্রার হারিকেনটি দুর্বল হয়ে বুধবার রাতে যুক্তরাষ্ট্র অতিক্রম করে।

নিউইয়র্কের প্রায় সাবওয়ে লাইন বন্ধ ঘোষণা করা হয়েছে। রাস্তাঘাট থেকে জরুরি পরিবহন ছাড়া অন্যান্য পরিবহন চলতে দেওয়া হচ্ছে না। নিউজার্সি এবং নিউইয়র্ক থেকে অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে পাওয়া ভিডিওতে দেখা যায়, মানুষের ঘরবাড়ি, সাবওয়ে এবং স্টেশনগুলো উপচে গেছে পানিতে।

নিউইয়র্কের বাসিন্দা জর্জ বেইলি বিবিসিকে জানান, রাতের খাবার গ্রহণের সময় আমি পানির শব্দ শুনতে পাই এবং শৌচাগারে গিয়ে দেখতে পারি সেখানে পানি নিষ্কাশনের জায়গা থেকে অনবরত দ্রুত গতিতে পানি ঢুকছে। আমি এরপর পানির প্রধান লাইনের সমস্যা ভেবে সেটা দেখতে যাই এবং ফিরে এসে দেখি প্রায় এক ফুট উঁচু পানিতে আমাদের বাসার বসার জায়গা ভেসে গেছে।

যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া অধিদপ্তর নিউইয়র্ক, ব্রুকলিন, কুইন্স, লং আইল্যান্ডের কিছু অংশে এই বন্যায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এ ছাড়াও ম্যাসাচুয়েটস এবং রোড আইল্যান্ডে সতর্কতাও মেনে চলতে বলা হয়েছে। হারিকেন আইডার পর লুসিয়ানার হাজারো ঘরবাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে নিউ অর্লান্সে জারি করা হয় রাত্রিকালীন কারফিউ।

লুসিয়ানার কিছু শহর এই বন্যায় সম্পূর্ণ তলিয়ে যায়। জিন লাফিতের মেয়র টিম কেরনার জানান, ছোট্ট শহরটি এই হারিকেনে সম্পূর্ণ বিপর্যস্ত হয়ে পড়েছে। অন্তত ৯০ শতাংশ ঘরবাড়ি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সূত্র- বিবিসি, আলজাজিরা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ