আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স (পিআইএ) কাবুলগামী ফ্লাইটের টিকিট বিক্রি করছে। রুশ সংবাদমাধ্যম স্পুটনিক নিউজের এক প্রতিনিধি শুক্রবার এই তথ্য জানিয়েছেন। খবরে বলা হয়েছে, পিআইএ ১৩ সেপ্টেম্বর তারিখের টিকিট বিক্রি করছে। এখন ১৩, ১৫ ও ১৬ সেপ্টেম্বরের টিকিট কেনা যাচ্ছে।
এদিকে তালেবান জানিয়েছে, শুক্রবার সংযুক্ত আরব আমিরাত থেকে একটি বিমান কর্মকর্তাদের নিয়ে কাবুল বিমান বন্দরে অবতরণ করবে। তালেবানের সাংস্কৃতিক কমিশনের মাল্টিমিডিয়া শাখার প্রধান আমির খান মুত্তাকি জানান, কিছুক্ষণের মধ্যে আমিরাত থেকে আসা বিমান অবতরণ করবে।
আমিরাতি কর্মকর্তারা তালেবান নেতাদের সঙ্গে বৈঠক করবেন বলে জানান তিনি। এর আগে রাষ্ট্রীয় মালিকানাধীন আরিয়ানা আফগান এয়ারলাইন্স-এর এক সিনিয়র ম্যানেজার তামিম আহমাদি বলেন, আমরা তালেবান ও অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সবুজ সংকেত পেয়েছি। আজ (শুক্রবার) থেকে ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।
এমডব্লিউ/