শনিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৫ ।। ৯ ফাল্গুন ১৪৩১ ।। ২৩ শাবান ১৪৪৬

শিরোনাম :
‘নামাজী মানুষের সংখ্যা বৃদ্ধি পেলে অপরাধপ্রবণতা সহনীয় পর্যায়ে চলে আসবে’ আমাদের ঐক্যবদ্ধ শক্তিকে আগামীর ইসলামের জন্য কাজে লাগাতে হবে: আজহারী বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও সভাপতি পরিষদ নির্বাচন সম্পন্ন ‘কুরআনের সাথে সম্পৃক্ততা মানুষকে আলোকিত করে’ মসজিদে হারাম ও নববীতে তারাবি পড়াবেন ১৫ ইমাম সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে দেশবাসীকে নিয়ে আন্দোলন হবে : সিইসি স্থানীয়-জাতীয় নির্বাচন নিয়ে যা বললেন জামায়াত আমির ইসলামবিরোধী অপতৎপরতা বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি নেজামে ইসলাম পার্টির চীন সফরে যাচ্ছেন মাওলানা আতাউল্লাহ আমীন কালেমা তাইয়্যেবা হচ্ছে ঐক্যের মূল সূত্র: খেলাফত আন্দোলন ঢাকা মহানগর

শখের বারান্দা বাগানের পরিচর্যার করার সহজ ৪ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাছ দিয়ে ঘর সাজাতে অনেকেই পছন্দ করেন। এতে করে সবুজের ছোঁয়ায় বদলে যেতে পারে আপনার অন্দরসজ্জা সেই সাথে খরচও কম। কিন্তু যাদের বাগান করার তেমন অভ্যাস নেই তারা হয়ত নিজের অজান্তেই ভুল করে ফেলছেন। এতে করে গাছের ক্ষতি হচ্ছে। তবে কিছু নিয়ম মেনে চললেই গাছ দ্রুত বেড়ে উঠবে আর সুসজ্জিত করবে আপনার ঘর।

[caption id="" align="aligncenter" width="340"]May be an image of book এ বইটিসহ মাকতাবাতুত তাকওয়ার প্রকাশিত বইগুলো কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

পানি: অনেকে গাছের যত্ন নিতে গিয়ে বেশি পানি দিয়ে ফেলেন। ফুলের গাছ ছাড়া অন্যান্য গাছে প্রতিদিন পানি দেওয়ার প্রয়োজন পড়ে না। এজন্য গাছ কেনার সময় জেনে নিন কতদিন পর পর পানি দিতে হবে। কারণ বেশি পানিতে গাছ মরে যাবে।

আলো: গাছের খাদ্যের জন্য সূর্যের আলোর প্রয়োজন, এটা আমরা সকলেই জানি। কিন্তু সরাসরি সূর্যের আলোয় রাখলে অনেক গাছই শুকিয়ে গিয়ে মরে যায়। তাই এমন জায়গায় গাছ রাখতে হবে, যেখানে পর্যাপ্ত পরিমাণে আলো রয়েছে, কিন্তু সূর্যের আলো সরাসরি দু’-তিন ঘণ্টা গাছের গায়ে লাগবে না।

[caption id="" align="aligncenter" width="354"]May be an image of book বইটি কিনতে ছবিতে ক্লিক করুন।[/caption]

পরিবর্তন নয়: কোনও গাছকে শুরু থেকেই যদি কম আলোয় রাখেন, হঠাৎ প্রচণ্ড আলোয় নিয়ে গেলে তারা মানিয়ে নিতে পারে না। এতে করে নেতিয়ে পড়ে মরে যায় গাছ। যদি জায়গা বদল করতেই হয়, একটু একটু করে আলোতে নিয়ে যান। গাছকে মানিয়ে নিতে সময় দিন।

গাছ বাছাই: যদি গাছের পরিচর্যা করা নিয়ে তেমন অভিজ্ঞতা না থাকে, তা হলে শুরুতে সাকুলেন্ট বা মানি প্ল্যান্টের মতো গাছ বেছে নিন। যাতে খুব বেশি যত্ন ছাড়াই তারা বেড়ে ওঠে। তারপর কিছুদিন পর অন্য গাছ রাখা শুরু করুন।

কোনও গাছের পাতা শুকিয়ে গেলে, ডগা বাদামি হয়ে গেলে নিয়মিত সেগুলো একটি কাঁচি দিয়ে কেটে ফেলুন। না হলে গাছের সব পুষ্টি ওই অঙ্গের পিছনে চলে যাবে, বাকি গাছ পর্যাপ্ত পুষ্টি পাবে না।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ