শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
জুমার খুতবার আগে ব্রেন স্ট্রোক, রাতে ইন্তেকাল তরুণ ইমামের জামিয়া গহরপুরের ফুজালা ও প্রাক্তনদের আয়োজনে ‘মাহফিলে নূর’ সম্প্রীতির বাংলাদেশে অসাম্প্রদায়িক সকল অপশক্তিকে রুখে দিতে হবে: ছাত্র জমিয়ত চিন্ময়ের মুক্তি চাওয়া বাংলাদেশের বিরুদ্ধে ভারতের উলম্ব অভিযান: রিজভী মতিঝিল থানা হেফাজতে ইসলামের কমিটি গঠন এডভোকেট হত্যার বিচার ও ইসকন নিষিদ্ধের দাবিতে চাঁদপুর পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ‘সংবিধানে কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোন কিছু রাখা যাবে না’ চাঁদপুর জেলা সিরাত সম্মেলন আগামীকাল, থাকছেন হেফাজত আমীর চট্টগ্রামে ইসকন নিষিদ্ধের দাবিতে হেফাজতের বিক্ষোভ-সমাবেশে জনস্রোত মৌলভীবাজারে আইনজীবী হত্যা ও ইসকনকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

মার্কিনীদের থেকে গণিমত হিসেবে যে ভারী অস্ত্রগুলো পেয়েছে তালেবানরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইয়াহইয়া বিন আবু বকর।।

দীর্ঘ বিশ বছর যুদ্ধের পর গত ১৫ আগষ্ট সোমবার বিনা রক্তপাতে কাবুল বিজয়ের মাধ্যমে তালেবানদের চূঢ়ান্ত বিজয় অর্জিত হয়৷ এরপর চুক্তি মোতাবেক আজ (৩১আগষ্ট মঙ্গলবার) আমেরিকার সকল সৈন্য প্রত্যাহার সম্পূর্ণ হয়৷

আমেরিকা তালেবানদের বিরুদ্ধে সম্প্রতি যুগের সর্বাধুনিক মরণাস্ত্র ব্যবহার করেও পরাজিত হয়েছে৷ ফলে বিপুল পরিমাণ অত্যাধুনিক অস্ত্র গণিমত হিসেবে তালেবানদের করতলগত হয়৷ তালেবানদের গণিমত হিসেবে পাওয়া অস্ত্রগুলোর একটা আনুমানিক তালিকা রয়টার্স আমেরিকার কিছু সামরিক কর্মকর্তার বরাত দিয়ে প্রকাশ করেছে যা নিম্নরুপ:

২০০টিরও বেশি হেলিকপ্টার, ৮৫ হাজার বিলিয়ন ডলারের চেয়েও বেশি মূল্যের সামরিক অস্ত্র ও সরঞ্জামাদি৷ (১ বিলিয়ন =১০০কোটি)

২হাজারের চেয়ে ও বেশি সাঁজোয়া যান৷ এর মধ্যে আমেরিকান হামভি ((Humvee) মডেলের এ রয়েছে৷ আরো রয়েছে ৪০টি অত্যাধুনিক বিমান৷ এর মধ্যে ইউ এইচ-৬০ ব্লাক হোক (UH-60 Black Hawk) মডেলের ও বিমান রয়েছে বলে জানা যায়৷ এছাড়া ও রয়েছে সামরিক হেলিকপ্টার, এবং স্ক্যান ইগল (Scan Eagle) মডেলের অত্যাধুনিক ড্রোন৷

তালেবানরা কান্দাহার বিজয় করার পর তালেবানরা একটি সামরিক হেলিপ্টার চালিয়েছিলো, যার ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে৷ এরপর আমেরিকার গণতান্ত্রিক সদস্যরা প্রশাসনের কাছে দাবি করেছিলো আফগানে ফেলে আসা অস্ত্রের পরিমাণের একটা তালিকা প্রকাশ করার৷ কিন্ত তা করা হয়নি৷ তবে ধারণা করা হচ্ছে যে, তালেবানদের গণিমত হিসেবে পাওয়া অস্ত্রের সংখ্যা আরো বেশি হবে

এদিকে মার্কিনী শেষ সেনাটি আফগান ত্যাগ করার পর কাবুলে তালেবানরা ফাঁকা গুলি ছুড়ে আনন্দ বিজয় উদযাপন করছে৷ এসময় তালেবানদের মুখপাত্র আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, আজকের এ বিজয় মূলত সকল মুসলমানের বিজয়৷ আমেরিকা পরাজিত হয়েছে৷ তাদের এই পরাজয়ের গ্লানি থেকে অন্য সাম্রাজ্যবাদীদের শিক্ষা গ্রহন করা দরকার৷

অন্যদিকে জো বাইডেনের বক্তব্য, আমরা পরাজিত হইনি৷ রক্তপাত এড়াতে আমরা যুদ্ধ শেষ করে সৈন্য প্রত্যাহার করেছি৷ আজ মার্কিন সেনারা এমন হন্ত দন্ত হয়ে আফগান ত্যাগ করেছে যে, ২০০আমেরিকান নাগরিকদের ফেলে গেছে৷ আমেরিকার এমন শোচনীয় পরাজয় এবং ভয়ে তাড়াহুড়া করে বিমানে ওঠে আফগান ত্যাগের দৃশ্য ইতিহাস হয়ে থাকবে৷ সূত্র: আলজাজিরা

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ