আওয়ার ইসলাম ডেস্ক: কাবুল বিমানবন্দরে ফ্লাইট চালু করতে কারিগরি সহায়তার করার জন্য কাতারের একটি টিম আফগানিস্তানে অবতরণ করেছে।
সংবাদ মাধ্যম এএফপির উদ্ধৃতি দিয়ে আল জাজিরার খবরে বলা হয়েছে, কাবুলের আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান উঠানামা শুরু করার বিষয় আলোচনা করতে কাতারের এই টিম আফগানিস্তানে এসেছে।
গত সোমবার মধ্যরাতে যুক্তরাষ্ট্রের সকল সেনা আফগানিস্তান ত্যাগ করে। এরপর কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। কিন্তু আন্তর্জাতিক ফ্লাইট শুরু করতে বিমানবন্দরটি সংস্কারের প্রয়োজন রয়েছে। এছাড়া তালেবান বিমানবন্দর চালাতে তুরস্ক ও কাতারের সহায়তা চেয়েছে। কারণ এই মুহূর্তে বিমানবন্দর পরিচালনার মতো তালেবানের দক্ষ জনবলের অভাব রয়েছে।
আল জাজিরার খবরে বলা হয়েছ, তালেবানের সহায়তা আহ্বানে সাড়া দিয়ে কাতারের এই টেকনিক্যাল টিম আফগানিস্তানে এসেছে। যদিও দুই পক্ষ এখনও চূড়ান্ত কোনো চুক্তিতে পৌঁছায়নি। তবে এ বিষয়ে কাতার ও তালেবানের মধ্যে আলোচনা চলমান রয়েছে।
এএফপি জানিয়েছে, হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরে এখন আফগানিস্তানে মানবিক সহায়তা কার্যক্রম এবং দেশত্যাগে ইচ্ছুকদের চলে যেতে ফ্লাইট শুরুর চিন্তা করা হচ্ছে। এই বিষয়ে কাতার সরকার কিংবা তালেবান এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
-এটি