আন্তর্জাতিক ডেস্ক: ক্যাটাগরি-৪ হারিকেন ‘আইডা’র আঘাতে যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলীয় দুই অঙ্গরাজ্য- নিউ অর্লিন্স ও লুইজিয়ানায় বিদ্যুৎ বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। গোটা নিউ অর্লিন্স অঙ্গরাজ্য বিদ্যুৎবিহীন। আর লুইজিয়ানার ১০ লাখ বাসিন্দা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছেন।
স্থানীয় সময় রোববার ঘণ্টায় ১৫০ মাইল বেগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূলে আঘাত হানে হারিকেন ‘আইডা’।
উপকূলে আঘাত হানার ছয় ঘণ্টা পরও ‘আইডা’র ক্যাটাগরি-৪ হারিকেনের শক্তি ছিল।
ঘূর্ণিঝড়ের আঘাতে এখন পর্যন্ত লুইজিয়ানায় একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে বলে জানিয়েছে সিএনএন। একাধিক অঙ্গরাজ্যে প্রবল বন্যার সতর্কতা জারি করা হয়েছে।
প্রেসিডেন্ট জো বাইডেন সতর্ক করে জানিয়েছেন, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে সপ্তাহের বেশি সময় লেগে যেতে পারে।
শুধু নিউ অর্লিন্স আর লুইজিয়ানাই নয়, মিসিসিপিসহ আলাবামা-ফ্লোরিডা অঙ্গরাজ্যের সীমান্ত পর্যন্ত ঘূর্ণিঝড়ের প্রভাব দেখা যাওয়ার পূর্বাভাসে দিয়েছে আবহাওয়া অফিস।
ঝড়ের পাশাপাশি এসব অঞ্চলে হতে পারে ভারী বৃষ্টিপাতও। মিসিসিপিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয় আগেই।
মেক্সিকো উপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়টি যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসার আগেই উপকূলীয় এলাকা থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয় নেওয়া হয়।
-এএ