আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর কান্দাহারে উপজাতি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠকের উদ্দেশ্যে তালেবানের সর্বোচ্চ নেতা হেবাতুল্লাহ আখুন্দ কাবুলের পথে রওনা হয়েছেন।
ধারণা করা হয়, মার্কিন ড্রোন হামলা এড়াতে এই কৌশল নিয়েছিলেন তিনিই। বার্তা সংস্থা এএফপিকে তালেবানের উপ-মুখপাত্র বিলাল করিমি বলেন, ‘আমি নিশ্চিত করছি, তিনি (হেবাতুল্লাহ আখুন্দ) কান্দাহারে পৌঁছেছেন। শিগগিরই জনসমক্ষে আসবেন তিনি।’
গত রোববার অজ্ঞাত স্থান থেকে কান্দাহারে পৌঁছান হেবাতুল্লাহ। এর আগে তিনি কোথায় ছিলেন বা কোন জায়গা থেকে কান্দাহারে এলেন-এ বিষয়ে কিছু উল্লেখ করেননি বিলাল করিমি।
কাবুলে তালেবানের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর এই প্রথম গত ১৫ আগস্ট হেবতুল্লাহর বিষয়ে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল তালেবান। খামা নিউজ জানায়, কাবুলে পৌঁছার পর নতুন সরকার গঠনে উপজাতি ও রাজনৈতিক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন তালেবানের সর্বোচ্চ নেতা। আগামী দু-এক সপ্তাহের মধ্যে নতুন সরকার গঠন করা হবে বলে ইতোমধ্যে জানিয়েছেন তালেবান মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ।
-এটি