আন্তর্জাতিক ডেস্ক: কাজাখিস্তানের তুর্কিস্তান শহরে অক্টোবর মাসে ১০তম জাতীয় কুরআন প্রতিযোগিতার অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে।
কাজাখিস্তানের স্বাধীনতার ৩০তম বার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতা ৬ষ্ঠ এবং ৭ম অক্টোবরে অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী প্রতিযোগীরা সম্পূর্ণ কুরআন হেফজ, ২০ পারা হেফজ এবং ১০ পারা হেফজ বিভাগে একে অপরের সঙ্গে প্রতিযোগিতা করবেন।
উক্ত প্রতিযোগিতায় তাজবিদ সহকারে শুদ্ধভাবে কুরআন হেফজের প্রতি গুরুত্ব দেওয়া হবে। প্রতিযোগীরা নিজ এলাকায় অনুষ্ঠিত প্রাথমিক পর্বে উত্তীর্ণ হওয়ার পর এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
পূর্বে যারা জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অনুষ্ঠিত কোন কুরআন প্রতিযোগীতায় শীর্ষ স্থানে উত্তীর্ণ হয়েছেন, তারা এই প্রতিযোগিতার ক্বারায়াত বিভাগে অংশগ্রহণ করতে পারবেন না। সকল প্রতিযোগীকে অবশ্যই কাজাখিস্তানের নাগরিক হতে হবে। প্রত্যেক প্রতিযোগী শুধুমাত্র একটি বিভাগে অংশগ্রহণ করতে পারবেন।
১০তম জাতীয় কুরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার এবং সার্টিফিকেট প্রদান করা হবে এবং মূল বিজয়ীকে একটি গাড়ি উপহার দেওয়া হবে।
অন্যান্য বিজয়ীদের মধ্যে ২০ এবং ৩০ লাখ টেঞ্জ (কাজাখিস্তান মুদ্রা) এবং ২০ পারা ও ১০ পারা হেফজ বিভাগেও শীর্ষ স্থানে উত্তীর্ণদের মাঝে মূল্যবান পুরস্কার প্রদান করা হবে।
-এটি