আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৫ লাখ। ২৪ ঘণ্টায় মারা গেছে আট হাজার সাতশর বেশি। আক্রান্ত ছাড়িয়েছে ২১ কোটি ৬৭ লাখ।
ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আট হাজার ৬৬৫ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৫ লাখ ছয় হাজার ৮০০ জনে। ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ৪১ হাজার ৭৮৭ জন। এতে মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৬৭ লাখ ১০ হাজার ৫৪২ জনে।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস রাজ্যে ২৪ ঘণ্টায় রেকর্ড ১২শর বেশি করোনা শনাক্ত হয়েছে। অধিক সংক্রামক ডেল্টা ভ্যারিয়েন্টে নতুন করে ছয়জনের মৃত্যু হয়েছে সেখানে।
ভারতে নতুন করে ৪৫৭ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছে ৪৫ হাজারের বেশি। শুক্রবার ভারতে একদিনেই করোনার টিকা পেয়েছেন এক কোটির বেশি মানুষ। নিউজিল্যান্ডে নতুন করে ৮৩ জন আক্রান্ত হয়েছে।
এদিকে, ডেল্টা ভ্যারিয়েন্ট আলফা ভ্যারিয়েন্টের তুলনায় হাসপাতালে ভর্তির ঝুঁকি দ্বিগুণ বাড়ায় বলে শনিবার দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়। জাপানে ত্রুটি থাকার আশঙ্কায় বাতিল করা মডার্নার টিকা গ্রহণকারী দুই ব্যক্তির মৃত্যুর ঘটনা তদন্ত করছে বলে জানিয়েছেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তবে তারা ত্রুটি হওয়া টিকা নিয়েছেন এমন কোন প্রমাণ পাওয়া যায়নি বলে জানানো হয়েছে।
-এটি