মোস্তফা ওয়াদুদ: জমিয়তে উলামায়ে হিন্দের সর্বভারতীয় সভাপতি মাওলানা সাইয়েদ মাহমুদ মাদানী বলেছেন, ইসলামের তরিকা মেনে মানুষের জন্য কাজ করে যেতে হবে।
গতকাল শনিবার (২৮ আগস্ট) জমিয়তে উলামায়ে হিন্দের কলকাতার বাঁকড়ার রাজ্য দফতরের অফিসে মাওলানা মাহমুদ মাদানী একথা বলেন।
তিনি আরও বলেন, ‘জমিয়তে উলামায়ে হিন্দ সকলের জন্য-তাই সকলকে নিয়ে কাজ করতে হবে। সকলেই মুসলমান-কিন্তু অনেকেই কালেমা জানেন না। তাদের দীনি তালিম দেওয়ার পরামর্শ দেন।’
সাইয়েদ মাহমুদ মাদানী বলেন, ‘জমিয়তের প্ল্যাটফর্ম থেকে দেশ ও জাতিকে অনেক কিছু দেওয়ার আছে। মানুষের সেবা করার সুযোগ আছে। জমিয়তের সদস্যদের প্রতি আবেদন করে তিনি বলেন, রাজ্যবাসীর জন্য ভালো পরিসেবা দিন। দেশের কঠিন পরিস্থিতিতে আমাদের দায়িত্বভার অনেক বেড়ে গিয়েছে। জমিয়তের সংগঠন একশো বছরের ঐতিহ্যবাহী সংগঠন। এই জমিয়তের উলামা ভবন থেকে আমরা বহুমুখী পরিসেবা প্রদান করতে পারি। দেশ বিরোধী, দেশের ধর্ম নিরপেক্ষতা বিরোধী ও ইসলাম বিরোধী পোস্টগুলিকে যুক্তিসহ খণ্ডন করে আইটি সেলের মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় মানুষের সামনে তুলে ধরতে হবে।’
সভায় পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের পুনর্নির্বাচিত সভাপতি মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরি বলেন, দেশের জাতীয় সংহতি-দেশের অখণ্ডতা রক্ষা করতে হবে।’
এছাড়া তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে ওয়াকফ সম্পত্তি পুনরুদ্ধার, মসজিদ-মাদ্রাসা-খানকাহ-ঈদগাহ হেফাজত করার উপর আলোকপাত করেন। মাদরাসা শিক্ষায় আরবি-ইসলামি থিওলজির সঙ্গে বাংলা-অঙ্ক-ইংরেজি-ভূগোল-বিজ্ঞান শিক্ষার উপর জোর দেওয়ার পরার্শ দেন।
এমডব্লিউ/