আওয়ার ইসলাম ডেস্ক: আফগানিস্তানের রাজধানী কাবুলের বিমানবন্দরের কাছে আবার বিকট আওয়াজে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
রয়টার্স জানায়, প্রত্যক্ষদর্শীরা এই বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার কথা জানিয়েছেন। তাছাড়া, স্যোশাল মিডিয়ায় পোস্ট করা কয়েকটি ছবিতে আকাশে কালো ধোঁয়াও উড়তে দেখা গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।
বিবিসি জানিয়েছে, স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক কর্মকর্তা ওই এলাকায় বিস্ফোরণ ঘটার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ওই বিস্ফোরণ ঘটেছে রকেট হামলা থেকে। তবে সেটি সরাসরি বিমানবন্দরে আঘাত হানেনি, কাছের একটি বাড়িতে গিয়ে পড়েছে।
শাফি কারিমি নামের একজন ফ্রিল্যান্স সাংবাদিক টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে বিমানবন্দরের কাছে একটি বাড়ি থেকে ধোঁয়া উড়তে দেখা গেছে। তবে ওই ভিডিওর সত্যতা বিবিসি নিশ্চিত করতে পারেনি।
দুজন প্রত্যক্ষদর্শীও বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, বিমানবন্দরের উত্তর পাশের এলাকায় একটি বাড়িতে রকেট আঘাত হেনেছে বলেই তাদের মনে হয়েছে। তবে এ ব্যাপারে তাৎক্ষণিকভাবে তারা নিশ্চিত করে কিছু জানতে পারেননি।
সন্ত্রাসী হামলার সতর্কতার মধ্যে গত বুধবার কাবুল বিমানবন্দরের বাইরে আত্মঘাতী বোমা হামলায় ১৭০ জন মানুষের মৃত্যু হয়। পরে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠী আইএস সেই হামলার দায় স্বীকার করে।
মার্কিন সেনারা কাবুল বিমানবন্দর ছাড়া শুরু করার মধ্যে সেখানে আরেকটি জঙ্গি হামলার জোর সম্ভাবনা আছে বলে শনিবার সতর্ক করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
তিনি বলেছিলেন, কাবুল বিমানবন্দরের পরিস্থিতি ‘অত্যন্ত বিপজ্জনক’ হয়ে আছে আর সামরিক কমান্ডাররা তাকে জানিয়েছেন, পরবর্তী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে আরেকটি হামলা হতে পারে।
এদিকে মার্কিন বাহিনী রোববার কাবুলে আইএস এর খোরাসান শাখার অবস্থান লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে বলে খবর দিয়েছে রয়টার্স। তবে ওই অভিযানের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। বিমানবন্দরের কাছে রকেট হামলার সঙ্গে তার কোনো যোগাযোগ আছে কি না, সেটাও নিশ্চিত হওয়া যায়নি।
এমডব্লিউ/