আওয়ার ইসলাম ডেস্ক: করোনা পরিস্থিতির কারণে সব রকম টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার কার্যালয় থেকে শুক্রবার (২৭ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিয়েছে- বর্তমান মহামারি পরিস্থিতিতে সব সেমিস্টারের শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হবে। পাশাপাশি, বিভিন্ন সেমিস্টারের পরীক্ষার্থীদের মার্কশিট বা গ্রেড শিট সংগ্রহ করতেও কোনো ফি দিতে হবে না।
প্রসঙ্গত, গত ফেব্রুয়ারি মাসে পরীক্ষার ফি এবং টিউশন ফি মওকুফের দাবিতে অবস্থান-বিক্ষোভে নেমেছিলেন প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একাংশ। সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্সি কর্তৃপক্ষ সে সময় ফি মওকুফের ঘোষণা দিয়েছিল। এবার একই পথে হাঁটল কলকাতা বিশ্ববিদ্যালয়।
এমডব্লিউ/