আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের নিয়ন্ত্রণ তালেবানদের হাতে যাওয়ার পর বিশ্ব ব্যাংক তাদের প্রকল্পে অর্থায়ন বন্ধ করে দিয়েছে।
বিবিসি জানায়, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আফগানিস্তানে অর্থায়ন বন্ধের এক দিনের মাথায় এ ঘোষণা এলো। এ দিকে যুক্তরাষ্ট্রে থাকা আফগান কেন্দ্রীয় ব্যাংকের সম্পত্তিও আটকে দিয়েছে জো বাইডেন প্রশাসন।
তালেবানদের অধীনে দেশটির উন্নয়ন, বিশেষ করে নারীদের অবস্থা নিয়ে আশঙ্কার মাঝে আছে বিশ্ব ব্যাংক। সংস্থার এক মুখপাত্র বলেন, আফগানিস্তানে আমাদের কার্যক্রম বন্ধ করেছি। আমাদের অভ্যন্তরীণ নীতি ও পদ্ধতির সঙ্গে সামঞ্জস্য রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ ও মূল্যায়ন করছি।
সঙ্গে যোগ করেন, আমরা আন্তর্জাতিক সম্প্রদায় ও উন্নয়ন অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ অব্যাহত রাখব। আমরা একসঙ্গে এমন উপায় অনুসন্ধান করছি যাতে উন্নয়ন ও আফগানিস্তানের জনগণকে সমর্থন অব্যাহত রাখতে পারি।
২০০২ সাল থেকে ওয়াশিংটন ভিত্তির এই আর্থিক প্রতিষ্ঠান আফগানিস্তানের অবকাঠামো ও উন্নয়ন প্রকল্পের জন্য ৫৩০ কোটি ডলারের বেশি অর্থের প্রতিশ্রুতি দিয়েছিল। কাবুল থেকে কর্মী ও তাদের পরিবারকে পাকিস্তানে সরিয়ে আনার কথা শুক্রবার জানিয়েছে বিশ্ব ব্যাংক।
বিশ্বব্যাংকের আফগানিস্তানে অর্থ প্রদান স্থগিত করার সিদ্ধান্ত দেশটির নতুন সরকারের জন্য সর্বশেষ আর্থিক আঘাত। গত সপ্তাহে, আইএমএফ ঘোষণা করেছিল যে আফগানিস্তান আর বৈশ্বিক ঋণ সাহায্য পাবে না। যেখানে আটকে গেছে ৪৪ কোটি ডলারের মতো।
এ দিকে দা আফগানিস্তান ব্যাংকের ৯০০ কোটি ডলার রিজার্ভের বেশির ভাগ অংশই রয়েছে যুক্তরাষ্ট্রে।
-এটি