আন্দামান নওশাদ: গতবছরের তাকমিল পরীক্ষার উত্তরপত্র দেখার বিল (টাকা) বিতরণ শুরু করেছে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবাের্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ।
আজ মঙ্গলবার (২৪ আগস্ট) বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) মাওলানা মুহাম্মদ যুবায়ের স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা প্রদান করেছে কওমি মাদরাসার এ বোর্ডটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের অন্তর্ভুক্ত মুমতাহিনদের জানানাে যাচ্ছে যে, ১৪৪২হিজরী/২০২১ঈসাব্দ সনের দাওরায়ে হাদীস (তাকমীল) মারহালার মুমতাহিন বিল বিতরণ শুরু হয়েছে। সুতরাং আল-হাইআতুল উলয়া এর উত্তরপত্র ফেরত গ্রহণ রশিদ জমা দিয়ে বেফাক অফিস থেকে মুমতাহিন বিল গ্রহণ করা যাবে। একই মাদরাসার একাধিক মুমতাহিন বিল একজনের মধ্যমে উঠানাের ক্ষেত্রে প্রত্যেক মুমতাহিনদের স্বাক্ষর ও মাদরাসার সীল সম্বলিত প্রত্যয়নপত্র জমা দিতে হবে।’
এমডব্লিউ/