আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র যদি আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সময়সীমা বাড়ায় তবে এর পরিণতি করুণ হতে পারে বলে জানিয়েছেন তালেবানের মুখপাত্র সুহাইল শাহীন। স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।
স্কাই নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তালেবানের মুখপাত্র বলেন, সময়সীমা শেষের দিকে। মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, ৩১ আগস্টের মধ্যে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে।
কিন্তু তারা যদি এই সময়সীমা বাড়ায় তাহলে তারা নিজেরাই দখলদার বলে গণ্য হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য যদি এর সময়সীমা বাড়াতে চায় তবে উত্তর হবে না। সেই সঙ্গে ফলও ভোগ করতে হবে। সূত্র: স্কাই নিউজ
-এটি