আন্তর্জাতিক ডেস্ক: সময়, ইচ্ছা এবং আস্থা এই তিনটি বিষয়ে ভুল হিসাব-নিকাশ করার কারণেই আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রের সুশৃঙ্খলভাবে ফিরে আসার পরিকল্পনা ভন্ডুল হয়ে যায়।
গতকাল রোববার নিউ ইয়র্ক টাইমস এর এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে।
নিউ ইয়র্ক টাইমসের ওই প্রতিবেদনে বলা হয়, প্রথমত, আমেরিকানরা ভেবেছিলে তারা আফগানিস্তান থেকে ফিরে আসার জন্য যথেষ্ট সময় পাবে। অথচ তাদের হিসাবে ভুল ছিল।
দ্বিতীয়ত, মার্কিন সেনা কমান্ডাররা ভেবেছিলেন আফগান সরকারি বাহিনীগুলো তালেবানদের বিরুদ্ধে দীর্ঘদিন পর্যন্ত লড়াই চালিয়ে যাবে। অথচ তাদের তেমন কোনো ইচ্ছাই দেখা যায়নি।
আর তৃতীয়ত, আমেরিকানরা আফগান প্রেসিডেন্ট আশরাফ গনির সরকারের ওপর অনেক বেশি আস্থা রেখেছিল। অথচ তালেবানরা ১৫ আগস্ট কাবুল অবরোধ করার সঙ্গেই সঙ্গেই তিনি পালিয়ে গেছেন।
টাইমস এর প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগনের এক বৈঠকে দেশটির শীর্ষ জাতীয় নিরাপত্তা কর্মকর্তারা আফগানিস্তান থেকে বেরিয়ে আসার পরিকল্পনা চূড়ান্ত করেন। এর দুই সপ্তাহ আগেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দেন।
পেন্টাগনের বৈঠকে উপস্থাপিত মার্কিন গোয়েন্দাদের রিপোর্টে বলা হয়েছিল, আফগান সরকারি বাহিনীগুলো অন্তত এক থেকে দুই বছর তালেবানদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে পারবে।
টাইমসের প্রতিবেদনে আরও বলা হয় যে, প্রেসিডেন্ট বাইডেনের গোয়েন্দা কর্মকর্তারা আফগান সেনা বাহিনীর সক্ষমতা নিয়ে সন্দেহ প্রকাশ করলেও তালেবানরা অন্তত ১৮ মাসের আগে কাবুল দখল করতে পারবে না বলে মত দেন। আর তালেবানরা যে, গোপনে তীব্র লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে সেটাও আঁচ করতে পারেননি মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা। সূত্র: নিউ ইয়র্ক টাইমস
-এটি