মোস্তফা ওয়াদুদ: অনেক বড় বড় জানাজার সাক্ষী বাংলাদেশ। শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক রহ. থেকে নিয়ে আল্লামা নূর হোসাইন কাসেমী রহ. পর্যন্ত বিখ্যাত আলেমদের জানাজায় কোটি কোটি মানুষ শামিল হয়েছে। তেমনি একটি জানাজার সাক্ষী হতে যাচ্ছে আজ। লোক বেশি হওয়ায় যারা জানাজার খাটিয়া কাঁধে বহন করে, তাদের আগে কখনো হেঁটে যায় সাধারণ মানুষেরা। এই খাটিয়ার আগে যাওয়াকে কিভাবে দেখে শরীয়ত।
এভাবে খাটিয়ার আগে সাধারণ মানুষ কি হাঁটতে পারবে? কিংবা চলতে পারবে? এমন একটি বিষয় জানা খুবই প্রয়োজন। বিশেষত আজ আল্লামা বাবুনগরীর জানাজার পর এমন চিত্র ঘটতে পারে! তাই এমন বিষয়ে দারুল উলুম দেওবন্দের একটি ফতোয়া নিয়ে হাজির হয়েছি আজ।
দেওবন্দের ওয়েবসাইটে এমনই একটি প্রশ্ন করেন জনৈক ব্যক্তি। তিনি তার প্রশ্নে উল্লেখ করেন, ‘জানাজার খাটিয়ার সামনে চলা ছহীহ না ভুল? দয়া করে জানাবেন।’
জবাবে দেওবন্দ থেকে বলা হয়, ‘মুস্তাহাব হলো, জানাজার পেছনে চলা। (দলীল: তার পেছনে চলা মুস্তাহাব। (দুররে মুখতার) ফাতাওয়ায়ে দারুল উলুম দেওবন্দ। খণ্ড: ৫, পৃষ্ঠা : ১৯৭ কদীম।)
এমডব্লিউ/