শনিবার, ৩০ নভেম্বর ২০২৪ ।। ১৫ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬


আল-মারকাজুল ইসলামীকে ৩ লাখ টাকা দিল বিজিএমইএ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দরিদ্র মানুষের সাহায্যার্থে ও বেওয়ারিশ লাশের দাফন-কাফনের জন্য ঢাকার মোহাম্মদপুরস্থ আল-মারকাজুল ইসলামীকে ১০০ জন নারী ও ১০০ জন পুরুষের জন্য দাফনের কাপড় ও সামগ্রী এবং ৩ লাখ টাকা আর্থিক অনুদান দিয়েছে বিজিএমইএ।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সোমবার (১৬ আগস্ট) এ অনুদান প্রদান করে।

বিজিএমইএ'র অফিসে সংগঠনটির সভাপতি ফারুক হাসান এসব সামগ্রী ও আর্থিক অনুদান আল-মারকাজুল ইসলামীর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা হামজা শহিদুল ইসলামের হাতে তুলে দেন। এ সময় বিজিএমইএ-এর সহ-সভাপতি মিরান আলী ও পরিচালক তানভীর আহমেদ উপস্থিত ছিলেন।

এদিকে, সোমবার বিজিএমইএ-এর উদ্যোগে উত্তরাস্থ মারকাযুল ফিকহিল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাদ্য পরিবেশন করা হয়।

এ সময় বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, জায়ান্ট গ্রুপের পরিচালক শারমিন হাসান তিথী, মারকাযুল ফিকহিল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমানসহ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগন উপস্থিত ছিলেন।

বিজিএমইএ সভাপতি শিক্ষার্থীদের জন্য কুরআন শরীফের বাংলা অনুবাদসহ পর্যাপ্ত সংখ্যক কিতাব, শুকনো খাবার ও একটি রেফ্রিজারেটর প্রদান করেন।

এসময় ফিকহিল ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক হাফেজ মাওলানা মুহাম্মদ মাহফুজুর রহমান শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বিজিএমইএ সভাপতিকে ক্রেষ্ট প্রদান করেন।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ