আবদুল্লাহ তামিম।। দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ায় একজন জানতে চেয়েছেন। আমি একটি দুধ খামার করতে চাই। আমি শুনেছি যে ভেড়ার দুধ সবচেয়ে শক্তিশালী। গ্রাহক কনডেন্সড মিল্ক পছন্দ করেন খুব বেশি। গরুর এবং মহিষের দুধের সাথে ভেড়ার দুধ মেশানো কি জায়েজ? আমি শুধু গ্রাহকের কাছে দুধই বিক্রি করতে চাই। আমি জানতে চাচ্ছি, বিভিন্ন হালাল পশুর দুধ এক সঙ্গে করে বিক্রি করা বৈধ হবে কি না?
দারুল উলুম দেওবন্দের অনলাইন ফতোয়ায় ৬০৫৬১৯ নং উত্তেরে বলা হয়, যদি মানুষ (গ্রাহকরা) দুধকে এই ভেবে নেয় যে এটি মহিষের দুধ যদিও এতে ভেড়ার এবং গরুর দুধ রয়েছে, তাহলে এটি একটি প্রতারণা। এটা বৈধ হবে না।
আর যদি গ্রাহককে স্পষ্টভাবে জানানো হয়, যেমন আপনি বিক্রি করতে যদি বলেন, গরু মহিষ এবং ভেড়ার দুধের মিশ্রণ, তাহলে কোন সমস্যা নেই। এভাবে বিক্রি করা বৈধ হবে। মূল বিষয় হলো কোন গ্রাহককে কোনোভাবে প্রতারিত করা যাবে না। প্রতারিত করলে আপনার বিক্রি বৈধ হবে না। সূত্র: দারুল ইফতা, দারুল উলূম দেওবন্দ
-এটি